সাধুবাবার গুফা-মঠ-মন্দির -জঙ্গল -
সেথা যেন আজ খুঁজে পান না মঙ্গল ,
চান চড়তে আধুনিক গাড়ি-ঘোড়া -
তাঁর রাজপ্রাসাদে তাক, নয়ন জোড়া ।
ভজন চাইতে ভোজনে মতি
চান না আর কৃচ্ছ্র সাধন অতি ,
আদর্শ বচনে কয় পৌরাণীক বিচার
অনাদি নীতির, ধর্মের সমাচার ।
শীততাপ কক্ষে হবন ,ধ্যানযোগ ,
তাতে নাকি দূর দীনের দুর্যোগ !
পেয়ে বিজ্ঞানের সুফল , সুস্সুড়ী ;
শিষ্য-সাকরেদ ও যোগান কড়ি ,
চাই লোকালয় , মিডিয়ার সংযোগ
প্রচারে ধন্য সাধু, না দুর্গতি-দুর্ভোগ ।
(০১-১২-২০২৩)
তাক > লক্ষ্য ।