সংবিধানে আছে অধিকার জনতার
নিজস্ব মত প্রকাশের ইচ্ছা মত সবার ;
সাধুবাবার ও চলুক স্বয়ং পরিক্রিয়া যার-যায়
দেশের প্রতি নেক্ সঠিক খবরা-খবর ।
দেশ হয়- মা , সবার ঊর্ধ্বে
পরম কর্তব্য, তাকে রক্ষা করা- ধৈর্য্যে ।

তপ-জপ ,পূঁজা-পাঠ, আধ্যাত্মিক বিচার
দেশের জটিল প্রশানিকে তার না চিন্তার ;
হেলায় হেলায় তাকে যদি করা মাতব্বর ,
দেশের হবে দুর্গতি অশেষাকার ।

পূর্বের ইতিহাস সাক্ষ্য অঢেল উদাহরণ ,
বিদেশী আক্রমণে তারা করে নাই রণ !
যাঁরা দেশহিতে জীবন করেছে ত্যাগ
তাঁদের পূঁজিতে মন- হোক সজাগ ।

কক্ষনো এ ভুল কস্মিন কালে
যেন উদয় না হয় দেশ-ধরাতলে ।
সময় কারো করে না মাপ -
ভুলে, মনভরে শুধু সন্তাপ ।

(০৮-০১-২০২৪)