আগে সুবর্ণ-দিন ,বাড়ছে সাধুবাবা
পাঠশালা- বিদ্যালয় কমবে অভাবা ;
উত্থানের উৎস, মঠ-মন্দির যার-যার
লাগুক সেথা ভীষণ ভীড় সাধুবাবার ।
চারিদিকে রমরমিয়ে বাড়ছে- চেলা
খুশীতে পাঞ্চজন্য তাঁরা বাজায় মেলা ।
সুসংগতি ,সুপথ , সুমতি, ধর্ম শিক্ষায় -
সুনিশ্চিত্ , না সংশয় , এবার বিশ্ব বিজয় !
কক্ষনো দেশ কি উন্নতি হয় চাকরীতে ?
সাধু দ্বারা উদ্ধার হবে তার চারিভিতে ।
এ মোটে নয় ছেলে ভুলানো কথা -
আগে মহাসংগম সাধুবাবার এ বারতা
তাঁরাই দেখাবেন পথ- ভোটে জেতা ।
(০১-১২-২০২৩)
পাঞ্চজন্য > বিষ্ণুর শঙ্খ