নীতির ভিত না সুস্পষ্ট, অগ্র হিত
তাঁরা যদি গান্, উন্নতির গীত ,
যদিও জনমাঝে বাড়ে পিরিত
একদিন হবে সব বানচাল- মিথ্ ।
মূল বিষয় আস্থা সম্বল সাধুবাবায়
বৈজ্ঞনিক কর্মকাণ্ডে ফল যে অসহায় !
বৃহৎ কার্যে না দিলে আত্মাহুতি
মেলে না শুভফল শেষ পরিণতি ।
গড্ডালিকা প্রবাহে যদি জীবন স্থিতি
মাত্র আবেগ ভরা হলে মনঃক্ষিতি ,
নিঃস্ফলা সে কর্মকাণ্ড -
একদিন সে বিচার সমূলে হয় লণ্ডভণ্ড !
হা হুতোশেরর পায় না সময়
এমনি কথা বিজ্ঞ-জ্ঞানী কয় ।
(০৮-০১-২০২৪)
মিথ > মিথ্যা ।