দেশটা আজ ধর্মময় -
মহানন্দে- ধ্বনিত জয়জয় ;
খবর-কাগজ, দূরভাষ, দূরদর্শন
অন্য খবরে করেছে অনশন !
মোক্ষদা, অন্নদা, গুরুচরণ
শিবদাস, ধর্মধ্বজ করছে বহন ,
ধর্মযুদ্ধে দিচ্ছেন নিমনন্ত্রণ !
গৃহ-মঠ-মন্দির ভরে যেন রণ ।
গোটাদেশটা ধর্মের ধাম
এই ফাঁকে বাড়ে কারো নাম !
দুঃখভূত বাপ-বাপ বলে ,
পালায় তারা সদলবলে ;
মামার বাড়ী, মস্তবড় সাধু ভোজ
আশীর্বাদে কর উঁচিয়ে দেখি জোস্ ।
চালে নাই খড়, আলোবিহীন ঘর ,
সাধু ,শাসকের না ফুরসৎ খবর !
(১৪-০১-২০২৪)
কর উঁচিয়ে > হাত উঁচু করে ।
জোস্ > উৎসাহ ।