বিনা সাধুবাবার ভাগ্য গণনা
জীবনের পাতা, একচুলও নড়ে না ,
বড় জগদ্দল পাথর
বুকে চাপা পড়ে সবে কাতর ;
সাধু-সাধু কলোরব, আত্মহারা ,
বাঞ্ছা মুক্তি, তাঁর চরণে শরণে পড়া ।

সর্বজ্ঞানী-গুণী, শাসন-প্রশাসন
প্রচারে করে জয় সবার অন্তর-মন ;
ভষ্ম হবে এবার  দৈন্য-দুঃখ !
সাধুবাবার দোহাই নীতির প্রীতি-সখ্য ।
বিশ্ব বরণ্যে হবে এ দেশ -
চারিদিকের ভক্ত, পূঁজিবে মহেশ ।

(০৪-০১-২০২৪)