জাগতে জাগাতে ধর্ম মতে
কত ফাঁটল দেশ প্রান্তে ;
আপাততঃ মধুর সাধ্য-সাধন
ভবিষ্যতে বুঝবে জনগণ ।

যা নয় সময়ে- বিবেচ্য -
সে সবে আজ মুখ্য আলচ্য ,
অপচয় সময় , কাণ্ড যত ;
স্রোত, হিতে বিপরীত অবিরত ।

কত না আপন সাধুবারার হাঁড়ি
কার বুদ্ধির বিচার, বলিহারী !
অতীত-আদির যতো কর্মকাণ্ড
তবু, তবু , চলবে ধারা প্রচণ্ড !

ঝলকানো বুদ্ধি-বিবেক সীমাহীন
গড্ডালিকা প্রবাহে অতিষ্ঠ মীন ,
সময়ে জনতা পিষ্ট,- যাঁতাকলে
বাধ্য ,সাধুকে লাগাবেই গলে ;
দেশের কোণে, ওঠে তুফান -
চলছে আজ ধর্মের উজান ।

(১৪-০১-২০২৪)
মীন > মাছ ।(এখানে অসহায় জনগণ)