যদি, সাধুবাবার আরাধনা সর্বকর্ম ছেড়ে ,
অবশ্য প্রত্যেকের আয়ু যাবে বেড়ে !
ভোটটি তার নামে দিলে ,
সব দুঃখ-দৈন্য ঈশ্বর নেবেন তুলে ;
ছুঁ-মন্তর , এ মত মন্ত্র জপলেই -
আগে মনে কোন মনোস্তাপ নেই !

তাই তো ভোটের কাতারে জল্পনা -
মতটি যেন বৃথা কাজে ফস্কে যায় না ;
শয়নে-স্বপনে, দিবা নিশি জাগরণে -
ভরে থাকুক চিত্ত, সাধুর গুণগানে ,
ভক্তের দৌঁড় মোল্লার মত
থাকাটা আস্থায় মশগুল অবিরত ।

(০৫-০১-২০২৪)