ও ভাই ! সাধুর না সমালোচনা
অভিশাপে দগ্ধ ; জীবনখানা ।
ধর্মমতে তাঁরা দেবের অংশ
কেন করা নিজেরে বৃথা ধ্বংস ?

তবে, চতুর শাসক নিয়ে তাঁরে
মণ্ডামিঠাই গড়তে পারে -।
এ যে সহস্র সালের সংস্কার
এ অধিকার নেই অন্য সবার ।

সাধুরা ধর্মে থাকে লীন, একমনা
নাড়িটিপে তাঁকেও করা হয় চালনা ,
দেশভরে বহু ধূরন্ধর জাহাপনা
ভোলা জনতা ধূর্তচাল ধরতে অজানা ।

এ যে ভোটে জেতার সম্বল-কল
কেবল, ভোট বৃদ্ধির চক্ষু- ইগল ।
আস্থায় লোক সর্বদা হন কাবু ,
পার পায় ভোটে, যদু-মধু-হাবু ।

(১৬-০১-২০২৪)
ইগল > বাজপাখী ।