আস্থায় আগামী নির্বাচন -
সর্বভোটার করবেন অংশ গ্রহণ
তাই অতি উৎসাহী জনগণ ,
নিয়ে সাধুসংগম লোক-জন ,
সদা তৎপর জয় পেতে অনুক্ষণ
শাসকের চলছে আত্ম মন্থন ।

স্রোত, ঢেউ ,জোয়ার ,বন্যা -
তার গ্রাসের মাপ, মাপা যায় না !
সে সত্য প্রবুদ্ধের নখদর্পণে,- জানা
আস্থাও শক্তিধর অপরিমাণ-পনা ।
সামনে যা পায় ধূলো খড়কুটো
এমন কি, ঘরবাড়ি শক্তবৃক্ষ, খুঁটো
মতের জোয়ার যে জন-আস্থার -
কোনরূপ পায় না রেহাই-নিস্তার ।
হিতাহিত না বালাই, প্রকৃত ফল
তীব্র গতিমুখ, স্বেচ্ছায় চলা সকল ,
স্রোতের টান এ আবেশ কল -
এমনি হয় শক্তিধর ধর্মের অনল ।

(০৫-০১-২০২৪)