বিজ্ঞান সে যেন বড় শত্রু-দুষ্ট
সাধুবাবার করিস্মার গুণাগুণ ,
হতে দেয় না কোনক্রমে পুষ্ট !
আগে নাকি মন্ত্রে জ্বলত আগুণ !
বিনা পাখায় উড়ত মানুষ
না খেয়ে কাটাত বারটিমাস- যুগ ,
বিনা তারে চলত বার্তা দূর-দরাজ সাথী সনে ,
একে অপরে ভাবনা ব্যক্ত করত মনে মনে ।
একদিকে তাঁদের মন ভরা হর্ষ
বিজ্ঞানের দানে তুষ্ট সাধুগণ ,
বাঘছাল পরনে না রীত- জীবনধারণ
খোরাক দুধ ঘি মধু, চর্ব্য-চুষ্য ।
আজ আমোদিত ভ্রমণে সাধুরা মেলায়
খড়ম ছেড়েছে আজ বিজ্ঞান জ্বালায় ,
চিরদিন পুজনীয় তিনি- সাধুবাবা
তাঁর গুণ-গরীমা যায় না আজও ভাবা !
(০১-১২-২০২৩)
হিন্দি শব্দ, করিস্মা > বিশিষ্টতা , মহত্ত্ব ।