ভরিলে ভণ্ডামী রোগ
দেশের কপালে ঘনায় দুর্যোগ ,
ফাঁটল ধরে বিস্তর -
কেন ? কেন ? সাধুবাবারা ভাবে সুখকর ?
মাকাল ফলে আকল ফেরে না !
ভাত না পেলে
পেটে বাঁধা গামছা
মৌাচাকে মধু ,ক্ষণিকের শুধু
রস ফুরালে চোখে অন্ধকার-
দৃষ্টি আবছা ।
বেতালে কত নাচন বেতাল
নেশায়ও কত করে হরতাল !
যুগটা জানার আছে
না জানলে, মরতে হয় ভাতে ।
সাধুবাবার ভেষ
কারা ? কারা ? ধরতে বলে গণবেশ !!
(১৩-০১-২০২৪)
আকল > জ্ঞান । বেতাল > তালহীন , বেতাল > যার তাল শূন্য ভাব ।