কাটছিল যুগ এক রেঁনেসা ধারায়
আজ সাধুবাবার যুগ! খুব ভাবায় ,
উদয়, শৌর চিন্তা, আস্থা-মায়ায় -
সম্ভব কী দেশ উত্থান সাধুর দ্বারায় ?
অগ্রধারা ফলপ্রসূ কত না শুভক্ষণ
ষড়যন্ত্রের গন্ধ যে দ্বন্দ্বমুখী কারণ ,
এই আস্থার পথে পেতে চায় জয়
উদার রেঁনেসাধারর নয় কি পরাজয় ?
এমনি মতবাদ আজ দেশটা ভরে
চলছে নবোদ্যমে উন্নতির তরে ,
কারা-কারা বিজ্ঞান মতে উন্নতি করে ?
এসবের বালাই না তাঁর ঘূর্ণাক্ষরে ।
সময়ে তাকায় না! একবারও ফিরে ;
আগে আছে বাধা এমনি কর্ম করে ।
এক দিকে সাধুবাবার কোলটান -
অপরদিকে মান্যতায় বিজ্ঞান মান ;
জানা না ক্ষমতার স্বার্থ আদিখ্যেতা -
বুদ্ধি-বিবেক ,মতের কী দৈন্যতা ?
দেশ-জনতা অসহায়, তারা ভূলো
তাই সহজে চোখে নিক্ষেপ ধূলো ;
তারই প্রতিবিম্ব আজ এ -ভনিতা ।
(০৫-০১-২০২৪)