ধর্মে মাতম দেশে কত না উৎসাহ ,
আগে, এত প্রচার দেখি নি কেহ !
একনেংটি ইঁদুর- সেও চায় যেতে -
ঘুরবে ধর্ম-আস্থায় অযোধ্যাতে ।
মন্দিরে প্রবেশ ফি -
নগদ পাঁচহাজার না বাকি ;
গর্ভগৃহের লাখের মত -
শুনে ইঁদুর বলে নই ভীত ।
ইঁদুর, সে জানে ফন্দি ,
জালসাজির বাজার মুক্ত, না মন্দি ;
চোরা পথে সাধু সেজে -
উপায় খুঁজব এ কাজে ।
সবে জানে সাধু সেও ভক্ত ,
তার জন্য আইন ঢিল, হবে না শক্ত ;
আস্থায় ইংদুর- বিশেষ অধীকারে
দর্শন পাবে রাম ললারে ।
(১৬-০১-২০২৪)