মারকস্ বাবা বলে গেছেন, ‘ধর্ম আফিং’
সর্বদ্রষ্টা, তিনি বড্ড বকাটে ,
বাস্তব ভাবনা দুর্বল- হীন
কেন যে ঘা মারেন ভীমরুলের চাকে ?
অকথ্য গালাগাল শুনতে হয় তাঁকে ।
ওঠে সসাগরায় প্রবল ঝড় !
ঘৃণা-বিদ্বেষ ভরে ওঠে ঘর-ঘর ।
নামটা বিখ্যাত হত আজও তাঁর
যদি কিনা সাধুর দলে করতেন প্রচার ,
‘সাম্যবাদের মূল ভিত হবে আস্থার উপর’
যদি বলতেন, একথা বার-বার ।
সেথা সাম্যনীতির রূপ নিত না রাশিয়া ,
উঠত না শ্লোগান ,’দুনিয়ার মজদুর এক হও
আপন হক অধিকার নিয়ে লড়ে যাও’ ।
কামকাজী-শ্রমিকের গর্দন নিত হাসিয়া ।
এবার সামনে তাদেরও আসছে দিন
আর্ত , শ্রমিক তারা হবেই শান্তির মীন ।
(০৫-০১-২০২৪)
মারকস > কার্ল মার্ক্স । বাবা > দার্শনিক ।
হিন্দী শব্দ, হাসিয়া > বটি ।
মীন> মাছ । এখানে মাছের মত সর্ব যন্ত্রণা সহ্যকারী ,বলা ।