মানুষ হয়ে জন্মালে- হবেই জাতির ,
এদিকে প্রকাণ্ড, দু’টি দাঁত থাকে হাতির !
শুনেছি সে দাঁত কাজেতে ভিন্ন -
এক দেখানোর , অপর খাবার জন্য ।
জাতের বেলায় আবার উজ্জ্বল ধারা ,
সূচাগ্র নীতিও ভুলে কেহ ছাড়বে না !

গণতন্ত্রে সহ-অবস্থানে শাসকের নীতি
সবই ভাল ,– সব জাতের করে প্রীতি ;
এই প্রচার গুণেই তো শাসক হীরা ।
এদিকে, অকাজের ধূলো উড়িয়ে –
সাম্যনীতির মাথা মুড়িয়ে
মুখ-চোখ করতে পারলে কানা ,
প্রচারে তারাই জেতে -খাপছাড়া
যাঁরা, আস্থায় দেবেন হানা ।

প্রচার খুব দরকার দেশ বিকাশে ,
এত করেও আজ কী অবস্থা দেশে ?

(০৬-০৪-২০২৪)