মানি, জনচিত্ত জয়ে, খড়কুটো পুড়িয়ে ,
জ্ঞানের ধুলো খুব উড়িয়ে
নিজ সুখ-স্বচ্ছন্দ নিয়ে
জনতারে করতে চেয়েছ মঙ্গল ,
আসলে কী এ সত্য ? না- ছল ।
খাল কেটে আনলে কুমির
মৃত্যুর মিছিল, দেখা দেবে ভীড় !
মনে ধরা থাক মানবতার মন্ত্র
প্রচার অতটাই হোক, না ধনিকতন্ত্র ,
যদি হয় শাসন ধনিক নিমন্ত্রণ -
অকালে তারই সেবায় গরীব নিধন ।
টু-শব্দটি করতে পারে না অভাগা জনতা
সকাল থেকে সন্ধ্যে, ভোগে ক্ষুধার ব্যথা ।
একদিকে শকট-রথ ,অর্থের জৌলুস -
অপর দিকে নাঙ্গাফকির অভাবেও খুশ !
প্রচার হোক লাগাম কষা,- দুরন্ত ঘোড়া
না বাড়ন্ত পুঁজিপতি, না হয় রাজ্যসেরা ;
কাদের ভলা ? সাক্ষ্য- দেখা ইতিহাস ,
প্রচারে পরিচয় দাও, সমতার আভাস ।
(১৩-০৪-২০২৪)