সদা দেখা ,একই আচার -
ভোট আসলেই তেজ প্রচার !
ঘোলের কলসী শূন্য করতে
পথে-ঘাটে বেশ মাতে ,
ভোটাগ্রে শুনে নেতার প্রচার
বুকে ধরে আস্থার ছাতায় ।
ভুলে সমস্ত দুঃখ-শোক
ভোটদানে শীতল হয় মন
পরিণামে কিন্তু আপসোস -
আগে আরো কষ্টে দ্যাখে জীবন !
তবুও সবই বিশ্বাস যোগ্য –
পিছপা হয় না ভোট দিতে ,
সামন্তি বিচারে চায় গড়তে
গণতন্ত্র রাজ্যে, উন্নততর ভাগ্য ।
(০৮-০৪-২০২৪)