ও ভাই ! যতো পার দুষো, মোরে
সব নাও কেড়ে পুষিয়ে সুখ করে ,
চাঁদ দেখা ছাদ- এ কুড়েঘর
বেঁচে আছি তার -বারান্দার উপর ;
জানি না দেখবো কি কোন সুখ ভোর ।
জল কাদায় ডুবছি অহরহঃ -
জীবনে এ ভাঙন দেখার নাই কেহ ;
সুহৃদ আসে না কাছে মুছতে ক্ষত ,
উল্টে গঞ্জনা ; আরো বলে অশিক্ষিত ।
শাসক-তার চলে ছল-কপট -
গরীব প্রতি অসমতা প্রকট ,
সময়ে ভরতে ভোটের ভাণ্ড -
কত না তার রমরমা কর্মকাণ্ড !
না দয়ার সীমা, মনোলোভা আচার ,
দেখেও অদেখা ,দুঃখীর পাঁজর হাড় ।
তারা করে পণ , চাই শোষণ ধন ,
বলে গরীব নারায়ণ, জয় করে মন ;
মঙ্গল নিয়ে না মাথা ব্যথা, নেতা -
আদাড়ে পড়া তুচ্ছ আঁঠি, পতিতা !
(১৯-১০-২০২৪)
প্রবুদ্ধ প্রিয়কবি, পাঠক ,সমস্ত সুধীজনকে হার্দিক দীপপর্ব- শুভদীপাবলীর
হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা জানাই ।