মানুষ চষে ফেলেছে আজ সারা পৃথিবী -
উত্পাদনের ভাগের দাবিদার তারা সবি ,
অংশী, পাড়া-প্রতিবেশী-স্বজাতি-জ্ঞাতি ,
অভাবে সমভাগে সাথে খেতে কি ক্ষতি ?

“এক মাঘে শীত যায় না”
আজ সঙ্কটে দ্বারে ,যমদূত‘করোনা’!
সংক্রমণের ঢেউ দিকে দিকে - নানা ,
ভয়াবহ-তা সম্পূর্ণ হয় নি তা’ জানা ।
সমবন্টনে চাই নিয়ম-কায়দা মানা ।

তাই কাজে উপদেশটা সমীহ করে চলা
শ্রমিকের অবদান, সমাজ সংরচনা ,
অশোভনীয় ,কারো করা কটূক্তি- এবেলা ,
যারা গরীব-নিঃস্ব, চাপে উঠতে পারে না -
সে দুঃখীরে কক্ষনো করা নয় হেলা ।

মানুষ সেই ত্রাণকর্তা-সেবক , ভগবান ,
মনকে করা হোক বিশ্বভ্রাতৃত্বে জাগ্রত -
আরো চেষ্টায় দুঃস্থকে সেবিতে আপ্রাণ ,
কালে মুছে যাক পৃথিবীর যাবতীয় ক্ষত ।

(ইং-২৬-০৩-২০২০)
(করোনা কালে লেখা )