যারা সুস্বাদু- যা যা পায়, খায় -
খেয়ে খেয়ে ভুঁড়ি বাগায় ;
যারা খেতে পায় না -
অনাহারে দিন-রাত কাটায় ।

সামনে রাখা অঢেল খানা
এমনও আছেন, পেয়েও খান না !
ওরা নাকি বোকার হদ্দ ,
সমাজের কত জনার এ ভাবনা ।

অনুষ্ঠানে বাজে খুব বাজনা
সবই রুচিকর আস্থানামা ,
অনেকের সইতে হয় যাতনা ।

এসব আচরণ, খাওয়া- খায়ি
কমবে না কোন দিনে এ মহী ,
উৎসবের রং , ধরবে না জং -
বিপত্তিতে সাজলে--- সং ,
ডাক্তার চাই, উশম কাজে -
তাঁকেই দণ্ডবৎ সকাল সাঁঝে ।

(০৮-১০-২০২৪)