যুদ্ধ ক্ষেত্রে মৃত্যুই নয়, একমাত্র সে বীরগতি
কর্মটাই বীরের ধর্ম, হলে পূরণে দেশ ক্ষতি ।

আছে ঘনঘোর কর্ম, সংসার-দেশ-প্রদেশ
কত আছে বীরের কর্ম করতে পারলে শেষ ,
সব কর্মই বিরোচিত থাকলে ধর্ম ধৈর্য্য-ক্লেশ ।

সাহায্যে দুঃস্থ-অনাথকে করা সজাগ -
ফাঁকা মাঠে রক্ষা করা এক চারাগাছ ,
এও বড় মহতী বীরোচিত ধর্ম আজ ।

রোদ-বৃষ্টি-ঝড় মাথায় করে অপার -
চাষীর বীরের কর্ম, খাদ্য যোগায় সবার ।
কাউকে অনিষ্ট না করে দিন যাপন -
এও বীরের গতিধর্ম সময়ে আপন ।

মৃদুভাষী, সত্যানুরাগী, ন্যায় বিচার- মান
বীরের শ্রেণীতে তাঁদেরও হয় যে- স্থান ।

(১৭-০৪-২০২৪)