বীরোচিত ধর্ম নিয়ে কত করেন প্রস্থান
মানবও দেয় তাঁদের বুক ভরা মান ,
এ ধারা মানবতার কল্যাণে সেরা -
যুগ-যুগ বয়ে চলে এমনি পরম্পরা ।

মাঝখানে স্বার্থ ,অন্ধত্ব জাগরণ ,
মানুষই মানুষ ক্ষয়ে মাতে রণ ।
বৌদ্ধের বাণী- হৃদয়ে ধরে
একদা শান্তি ফেরে জগৎ সংসারে ;
সে শান্তির সুযোগে কারা-কারা -
ধবংসের বীর সেজে হয় আত্মহারা ।

লুট-ঝড়ে প্রচণ্ড বেগে ধায়- স্বার্থাসুর ,
তারই কারণে আসল বীর হয় চুর-চুর ।
বীরের ব্যাখ্যায় আজ মতিভ্রম রোগ ,
অশান্তিতে শান্তির দূত ভুগছে দুর্ভোগ ।

(১৯-০৪-২০২৪)
স্বার্থাসুর > স্বার্থ +অসুর ।
চুর-চুর > টুকরো-টুকরো ।