দেশসীমা রক্ষা আর- পর সীমা লুট
কেহ হয় বীর, কেহ হয় কাপুরুষ !
কালের ধারায় ঘটনা, ভুল ব্যাখ্যায় -
জাত্যাভিমানকে কেহ পোষে অটুট ।
হিটলার ! হতে পারেনি বিশ্ব সেরাবীর
হামবড় ভাবে ছিল, আচ্ছাদিত তিমির ।


মানুষের গড়া মনগড়ন ইতিহাস -
ঘুনেধরা সমাজে করে হাঁসফাঁস ।
বোধোদয়ে জাগুক সে বীরের সঙ্গা
তারও আছে রূপ শতধা- সপ্তরঙ্গা ।

অন্যায়, অবিচার প্রচণ্ড প্রতিরোধ -
সময়ে যে করে, সেও বীর-সুবোধ ।

(১৭-০৪-২০২৪)