নিজ আঙনে, নিজ ঘরে
নিজে সুরক্ষিত না !
বিনা কারণে, বিনা দোষে ,
নির্মম চলে হত্যা লীলা ।
কে সে জল্লাদ ? কে সে দল নেতা ?
এ সভ্যযুগে মনে পুষে বিদ্বেষ
মানুষ মেরে চরিতার্থ--- শান্তি ,
তারা, কত যে বর্বর- অধমের শেষ ।
(১৪-০৪-২০২৫)
১১-০৪-২০২৫ -এ মুর্শিদাবাদ দাঙ্গায় মর্মাহত ।