দেশ একার না ,স্বাধীনতা সীমাহীন না ,
দেশ-কাজে সমবায়ের সাহায্যের হাত থাকা
লক্ষ্য-উদ্দেশ্য, উন্নতিটি শিখরে রাখা -
সে সুগম পথ এনে দেয় আদর্শ সুশিক্ষা ;
সমতা, ভাইচারা, চাই দেশ ভাবনা ।
পীড়িতের অধিকারে কর্ম-আইন, চাই আগে ,
এ সব আয়ত্ব করা যায় একমাত্র অসীম ত্যাগে ;
স্বাধীনতা আসে রক্তনদী পার করে -
অসীম আদরে রাখতে হয় বুকে ধরে ।
বাঁনরের হাতে দিলে ছুরি !
মাত্র নিজ ক্ষতি, ডেকে আনে সময় পরি ।
(০৩-১১-২০২৪)
০১-১১-২০২৪ , কাব্য ,---"দেশের কথা নবজাগরণ (পর্ব তিপ্পান্ন)”
লেখক কবি ডক্টর মুহাম্মদ জাকির হোসেন বিপ্লব । তাঁর কাব্যে অনুপ্রেরণা পেয়ে ,
আমার এ লেখা ,তাঁর সম্মানে নিবেদিত, আসরে ।