সে ভাবে, মহামূর্খ-বেঅকুফ-ওরা
কিছু বোঝে না তার কলকাঠি নাড়া !
লুটেপুটে নিয়ে সবার টাকা -
আয়ের ধন ,পকেট করে ফাঁকা ।

ফুলঝুরি-র মত কিমিতি মিশাইল
আকাশে রোজ- রোজ ফাটে !
কপালে সবার লাঞ্ছনা জোটে
সাথে ভয়ানক - মৃত্য ঘটে ।
ভূ-ব্রহ্মাণ্ডের যারা বাঁচায় সবার জান ,
শ্রমিক-চাষী,তাঁদের মৃত্যুমুখী পরাণ !
আজ যারা সংসারে বুদ্ধিজীবি
মেতে ঘোলা জলে খাচ্ছে খাবি ;
কুল রাখি না শ্যাম -
দিচ্ছে না মানবতায় ধ্যান ।
মনে হয় সবার স্বার্থ- প্রবল -
দেখা, শেষ পরিণতি সবার চোখে জল !

(২৭-১০-২০২৪)