আমি এক বেসরকারী ঘর পাহারাদার
এ কাজে হ’ল পার তিরিশ বছর -
অজানা স্বাধীন দেশের খবরা-খবর ,
সভ্যরা বলেন, জীবনটা যখন আঁধার
থাকতে নেই বিশেষ কোন আবদার ,
জীবনে- ধৈর্যই তখন সম্বল তার ।
শুনি ,ভাল না মালিকের মনটা -
বাড়ে আমার রাতে কাজের ঘন্টা ,
মালিক বলেন , প্রশংসা পাহারার
কোন জুড়ি নেই তোমার !
শুধু ,বসে-দাঁড়িয়ে রাত জাগা ,
কেন বার বার মাহিনা- বৃদ্ধি, মাঙ্গা ?
মালিক আরো বলে যায় ,
রাজ পালটায়, খুব ভাবায় -
শাসন স্থির নয় , ভয় হয় !
দেশে অভাব, বিশেষ না আয়-উন্নতি -
তোর কাজে লাগতে পারে যতি ,
কিছু কম হলে দুষো না আর ,
এই মাইনেতে চলা দরকার ।
(০৭-০৯-২০২৪)