দেখা, শিক্ষা নানা প্রকার -
তার শাখা-প্রশাখা অপার ,
হঠাৎ দক্ষতা আসে না শিক্ষায় –
একাগ্রতায় মেধার সংযোগে ,
জ্ঞান অনুশীলন- হৃদয়াঙ্গমে
এজন্য চাই ,ধৈর্য্য প্রতীক্ষা ।
শিক্ষার সে গুরুর না অভাব
ধর্ম টেনে জাত্য স্বভাব ;
আস্থায় যেন জীবনজ্যোতি
আকর্ষণ-ধাত-রুচি-মতি ।
অজানা, দিক-ধারা এমন
শিক্ষায় কাড়ে মন ,
উদ্দেশ্য, শেখাটা বড়জোর -
কোন্ ধারায় নেবে আগে মোড় ,
শিক্ষার্থী না বুঝেও করে যতন ।
এমনটা শিক্ষা অমানবিক জঞ্জাল !
আমৃত্যু পণ, বিছায়ে ঘৃণার জাল -
তছনছ করে সুবাসিত কমল -
সরোবরে ঘোলে বিষাক্ত হলাহল ।
অজান্তে ধরে—মহা- অসুখ
এতেই খুঁজে পায় সুখ ,
ঘৃণ্যকর্ম,-চিন্তা করে কিলবিল -
তাকে ফেরানো মুশকিল ।
যদি ক্যান্সার ভরে শিক্ষায় -
মৃত্যকে আলিঙ্গন , কায়ায় ।
(৩০-১১-২০২৪)