এ কি প্রচারের খবর শ্রী ?
কাল যে ছিল ভীষণ বিশ্রী ,
আজ সময়ে যেন রংগিলা ,
স্বাদিষ্ঠ সংবাদে স্থান মেলা ।
খবরের একি চরিত্র -?
অর্থে হয় প্রচার, যত্র-তত্র্র ,
অপূর্ব ! দেখা দৃশ্য সর্বত্র
অতি সুশ্রী ,যদিও অপবিত্র ।
শত্রু-সঙ্গ নিয়ে পুনঃ আবার
ওরা একসাথে টানে দাঁড় ,
বিন্দু-মিষ্টিমধু পড়লে ঠোঁটে
দেখা, গলাগলি সখারূপ বটে ।
আদর্শহীন একরোখা খবরে
সে চতুর, বিশ্ব ভ্রমিত করে ,
প্রতিদিন । দুঃখী-দীন অন্ধকারে
সাধ্য না খবরের দোষ ধরে ।
আর্থিক সামর্থে যারা ক্ষীণ
সত্য জানায় সর্বদা রয় হীন ,
খবরে দেয় শিক্ষা, অচল -
স্বার্থীর স্বার্থ প্রচার, হলাহল ।
(ইং-২৪-০৪-২০২০)