প্রবুদ্ধদের জীবন, জ্ঞান-মধু করে আহরণ
আকাঙ্ক্ষা,সমাজে কর্মে আসুক অনুক্ষণ ,
মৌমাছিসম সেবায় তাঁরা ব্রতী
কর্মে, দিবা-নিশি না বিরতি ,একরত্তি ;
অকাজে মাছিসম না ভন্-ভন্
শুভজনকল্যাণে সদা দেখ জীবনপণ ।
কি মোহে কার লাগি এ আত্মত্যাগ ,
তাঁরা সকল অত্যাচারেও সদা নির্বাক ।
আরো দশের মত তাঁরও আছে কায়া
দেশ ও জনতার প্রতি বড়ো মায়া ,
ভ্রষ্ট নয় তাঁরা পেয়েও দুধ-মধু-ক্ষীর -
নির্লোভ মন সদা সততায় স্থির ।
তুচ্ছতায় ডুবে সাধারণ, মাছি
আদাড়ে- বাদাড়ে করে নাচা-নাচি ।
(১৬-০৬-২০২৩)