কথাটা শোনা যায় , লোকমান্যতায় -
কত কত পাগল হয় , অকাজের ভাবনায় ,
বাড়ির ভাত খেয়ে বনের মোষ তাড়ায় !
ঘরে জ্বলে না সময়ে চালচুলো ,
প্রতিকারে , অন্যায় দেখলেই করে সরগোল
অন্যায় সমাধানে, লোকটা যেন পাগল !

না দিনভর মন, ধর্মে অনুক্ষণ- তার ,
প্রধান ধ্যান চলায় মান-সম্মান নিয়ে সবার ;
সেবা ভাবনায় সব সুখ দিয়ে রসাতল -
কাজ করে যায় সমাজ ভাবনায় বুঝে ধরাতল ।
তবু, লোকে বলে, লোকটা পাগল !


পূজো পার্বণে,- মেলায়, ঈদে, কি যে খুশী তার –
আপন করে কাছে পেতে চায় সবার ;
শেখা সেবা ভাবনা, জ্ঞানটি যে তার,-- অতল
তবু , লোকে বলে, লোকটা পাগল !
একদা অকাজে, জাত জাতে ; দু’দলে বাঁধে দাঙ্গা ,
বুঝায় জনে, “তোমরা কি বোকা ? আর কত হবে নাঙ্গা ?"
মাঝখানে পেয়ে দু’দল ভাবে, মাথায় ঢাল-- ঘোল -
ভাং খেয়ে এ মূর্খের আজ নেই যে কোন কাজ  
তাই সে আজ এ সুকাজে ! মাথা-শূন্য লাজ ।
দেখো ! এ বেটা এক মহাপাগল ।

দেখা দশা জীবনটা তার , অন্তিমের দৃশ্যপট
শেষে ,উপকার- উপকার আগ্রহী মন  
পরিণতিটা শেষ ঘনায়, সাক্ষাৎ এক নট্ !
মরনকালে পাই নি শেষে- একবিন্দু জল  
পেল আখ্যা , সে লোকটা , ছিল এক মহাপাগল !!

(৩০-০৮-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,