শোকে, এ আদল শোভে না
চোখ কেন ছানাবড়া !
আছে ঘুর পথে মস্ত কামাই
তাই তো নেতার সুখ, ঘরভরা ;
দেখে সে আলোর রোসনাই -
কেন বাড়ে বিদ্বেষ ভাবনা ?
ক্ষমতায় থাকলে জোটে ঘি
কেন খাবেন তিনি মুড়িমুড়কি-
এ কথা সবার কেন নয় জানা ?

দলবদলু, অন্য পালে ভিড়ে -
তাঁর বিবি পরেণ শুদ্ধ হীরে ,
কেন খাবেন শুখনো চিড়ে ?
অভাব না ঘরে পোলাও ক্ষিরে ।
ব্যাপক আয়োজন, পূজো-পার্বণ
তাঁর বংশমূলে রস সংযোজন -
আম ভোটার যোগায় আমরণ ।

দেখ, -শেখ,- এ দেশ আমার -
আঁঠি তার স্থান- সেই আদাড় ।

(২০-০৪-২০২৪)