নব নেতার নবসুর , জনতাও মুগ্ধ --ভরপুর !
নেতা বলেন, সত্তর বছর ওরা দেশকে লুট করে ,
আমরা পাঁচবছরে ফিরিয়ে আনি উন্নতির শিখরে ।
সে বিজ্ঞ-সুযোগ্য ছেলেটাও তাই বলে ,
আমার বাবার সত্তর বছরের ঘর, বসবাস খড়ের চালে -
আমি অল্প সময়ে , বিদেশে চাকরী করে -
অট্টালিকায় আছি রাজার হালে ।
আবার নেতা বলে ,’কমিউনিষ্ট শেষ ! বিশ্ব থেকে -
ভারতে যা কিছু আছে তা’ ঘোরে গায়ে হলুদ মেখে’ ।
যদিও গরীব গরীব বলে এত দিন তারা চষে দেশ -
শীঘ্র ,এবার নির্মূল হবে- সমূলে শেষ ,
কারণ, আমরা এবার গদিতে শক্তিতে অশেষ ।
এতদিনের পচা হাজারো শ্রমকল্যাণ কানুন -
কানে আর বাজবে না তার স্লোগান-ধুন্ ;
জড় থেকে মিটিয়ে করব বুলডোজারে সমতল -
বাঁচতে চাইলে, প্রতিযোগীতায় মিলবে জল ।
(২১-০৪-২০২৪)