বড় কঠিন বিষয় বোঝা নেতার ধাঁচ
সব বোঝা যায়-- কিন্তু ---
ঘূর্ণাক্ষরে বুঝবে না তাঁর কথার প্যাঁচ !
এমাথায় ওমাথায় অনর্গল বলে যাবে -
খেলা হবে, খেলা হবে !
গাল ভরা হাসি, স্বর করি দৃঢ় সুর -
বিরোধীর, -বিপক্ষের যেন- ভস্মাসুর ।
কুৎসা পেলে নেতার বসে হাট
ছবি তোলার ঠাঁটবাঁট !
এই বুঝি উদ্ধার পেল দুঃস্থ -
খেলা হবে, খেলা হবে, বলে -
নেতা বুদ্ধিবলে দুঃখীরে করে আশ্বস্ত।
(২০-০৪-২০২৪)