ওরা শাসনে বসে, শক্তিতে অন্ধ
আচরণে শোভা পায় যথেকও ধন্ধ !
সৃষ্টির-উৎসের রাখে না কোন ধ্যান ,
জীবনদাতা পিতার করে অপমান ।
কার ঘরে মাথাগুঁজে বাঁচে ?
সব মুছে গর্ব করে সমাজে !!
স্বাধীনতার সংগ্রামে যার বিন্দুমাত্র অংশ নাই ,
গল্প শুনায় মাসীর কাছে মামাবাড়ীর,--তারাই !
দেশে সবার আছে অবদান -
দুর্দিনে অতীতকে কররিও না অপমান ।
সময় , সমান যায় না সবার  -
বন্ধুর জীবনপথ ,কন্টকাকার ,
অপারক হবে সে জাদু- ইন্দ্রজাল -
মানুষ নয় মূর্খ ; আজ না হয় কাল -
যা মিথ্যা, হবেই একদা ফাস ,
দেখা বুদ্ধিবলে মানুষ ছোঁয় আকাশ ।

(২৫-০৪-২০২৪)