সমস্ত গৃহসুখ-স্বাচ্ছন্দ্য ফেলে -
বসে আছি শিপ্রানদী কূলে ,
পিণ্ডদান, ভ্রাতার উদ্ধার -
কি কারণে এ অমসয় মৃত্যু ?
র’বে অজানা এ সংসার ।

কত কথা নেতার প্রতিজ্ঞার-
সবার দেবে বাঁচার অধিকার ,
নেতা তার পদ ও জেতা নিয়ে
দেয় এক লোভনীয় সমাচার !

বাদাখিলাফি হলে তার মতে  
বিনা আয়ে নেতার ধামা ধরে ,
স্বসম্মানে সবে অপারক বাঁচতে ।
শুনে-শুনে অসহ্য- আশ্বাসন -
যাঁর আছে বিবেক ও মন-
দুঃখ-দারিদ্র্যে অকালে মরে ।

পারে নি করতে সে বিদ্রোহ
আগে-পিছে ছিল সংসারে স্নেহ ,
জীবন ত্যাগে, হতাশায় ডাকে কাল -
আজ শিপ্রার কূলে পড়বে
মুক্তির পিণ্ড, ছিঁড়বে সব মায়াজাল !

(২১-০৪-২০২৪)
বাদাখিলাফি >  প্রতিজ্ঞ ভঙ্গ ।