সদরে বসে, নিরো বাজায় বাঁশী
পুড়ছে রাজমহল তবু যেন খুশী !

মুক্ত গোলামী , সত্তর পার
এখনো দেশে দারিদ্র্যের হাহাকার ;
হাজার নিরোর গুণের ফলে
সুখ-স্বাচ্ছন্দে তবু সংসার চলে ।
তেলে-জলে, দুরস্ত জৌলুসে
তাঁরা আজ নয় জনতার পাশে ,
রাখালী আচরণ, জনতা হাঁকা
কর্মপদ শূন্য, জীবনে ধোঁকা ।

সংজ্ঞায় বলে তাঁরাও নেতা
পায় উপাধি, ভাগ্যবিধাতা ,
স্বার্থ,লাভে খাটাচ্ছে মাথা -
নিজ আঙন, কত না স্বচ্ছতা ।

সদরে বসে, নিরো বাজায় বাঁশী
পুড়ছে রাজমহল তবু যেন খুশী !

(২৯-০৪-২০২৪)
*-নিরো > রোমের সম্রাট , যখন রাজমহল পুড়তে থাকে, তখন নীরবে বসে ভায়নিল বাজাতে থাকেন ।