হে নেতা ! শক্তিধর অগাধ
বিশ্বাস তাকে করিও না বধ ,
রণভূমে শঙ্কাকুল মাঝে -
নেতাই ভরসা সর্ব কাজে ।
জ্ঞান গরিমায় যদিও না জাগা
শুধু কি গণশক্তি ভোট মাঙ্গা ?
আদৌ দেখা কি প্রতীয়মান ফল
মরু পিপাষার্থরা পায় না জল ।
হে নেতা ! ধরে শোষণ যন্ত্র
কেন মালা জপ সে মন্ত্র !
অবুঝ জনতা ঠাহর পায় না ,
উদ্ধারে কে দেবে মুক্তি
ভরা এ যাতনা ।
(২০-০৪-২০২৪)