রাজনৈতিক চাল--চাতুরাই ভরা সম্বল-
যে নেতার নয় আদর্শ , অসৎ ও খল -
আরো এ যুগে জনদরদী হলে -
অনেক দঃখ ভরে তাঁর কপালে ,
জীনব নয় সফল- এ ধরাতল ।
যেন ভাবনা মহা বিকৃত
কি জানি কি কারন- এসব যত্তো ,
সবে ভাবে এ যুগে সততাই জঞ্জাল ।
ভাগ্যে না আসে কোন পরাজয়
জীবন যেন না হয় ব্যর্থ -ক্ষয়
নেতা সারেন সময়ে তীর্থ ;
সাধুসঙ্গ সাথে পরিক্রমা কুম্ভমেলা -
গঙ্গাস্নানও পুণ্যিতে মেলা !
ভাবেন, দেবাশীর্বাদ এনে দেবে জয় ।
জীবনাচার নেতার লক্ষ্য আলাদা -
অসাধারণ ! ধর্মেও দেখেন নিজ ফায়দা ;
বাস্তবে , সমাজ দৃশ্য কি রূপ নেতার ?
জনকূল দেয় সাক্ষ্য , প্রতিছবি তার ।
চলছে ধারা উদ্দমে মাতমে--হুশ
বেইমানী ,দুরাচারী এ সঙ্গা নিয়ে
ভ্রষ্টাচারে পাতালে চলেও-- খুশ ।
(২০-০৪-২০২৪)