আজ দেশ যে মহান !
নেতারই একমাত্র অবদান ।
শিক্ষিত ভরমার ,
যদিও তাঁর কেহ রাখে না খবর !
বেকারত্বের স্বাবলম্বীর জন্য কাতার
না কার্যকর , যদিও ভরসা নেতার ,
হবে চাকরী, ডংকা বাজায়, নিদর্শন-
আশা দিয়েই, সুখে সুরভিত নেতাগণ ।
মতলবে ভরা খোঁজা নিজ সুখ
জনতা তো পরগাছা,--কেন দুঃখ !
মিলেছে সুযোগ -
মিথ্যায় জাগাও গোটা দেশ-লোক ;
তাই, এতো করেও যখন -
জনতা, নেতাকে ভাবে আপন ,
চলুক এ ধারা ,সমতালে সমান -
নেতার ঘরে অভাব ঢুকবে না ,
এ কথা নেতারও ভালমত জানা ।
(২১-০৪-২০২৪)