নেতা মহাশয়, তিনিও তো মানুষ
তাঁরও আছে নিজ ধর্ম বিচার- হুশ ,
প্রবাদে আছে, পাখী পালক দেখে
দল বেঁধে, সুখে থাকে ,
নেতাও চলেন পছন্দ দলে সোহাগে ।
রাশি আবার হয় বারোটা
নেতার রাশি সঠিক মানলে সবটা
মায়া জালে পড়তে হবে আটকা !
নেতার ও আছে আস্থায় বিচার -
শোষণ-গুণে মেলে তাঁর আহার ।
সময়ে শুরু হবে সমবায়-রান্না ,
বীরবলের খিচুড়ী পাকার ভরসায়
তত দিন না খেয়ে খিদে মাথায়
গলায় আসবে কান্না ।
পুঁজিবাদের ধর্ম , নেতার মান -
অপেক্ষা করা হোক ,
কবে যে হয় দুঃখ পরিত্রাণ ।
তবে, বাঁচার সহজ উপায়
নেতারে করা হোক জয়জয় !
(২৯-০৪-২০২৪)