বাচ্চা ভুলানো সখের মিঠাই
বড্ড কাজের জীবনেও পাই ।
মিষ্টি আচরণ, নেতার খেলা -
শোভে গলে-- ফুলের মালা -
দুঃস্থের বাড়-- সংখ্যায় মেলা ,
দ্রব্যমূল্যে ভরে গাত্রজ্বালা ;
দাওয়াই তৈরী--আছে সদাই ,
নেতার কথায় শান্ত সবাই ।

ভেব না, সামনে-- ভোট -
পারা যদি না নামে
দিও না গালমন্দ- খোঁট ,
আমরা জোর দেব ধরমে -
বাড়ুক না ধার্য --কর প্রথা -
কম কম খেলে সুখ মেলে ,
আরো অসুখও কমে-সর্বদা
বিশ্বাসে মন, নেতার কথা -
মিটবে জ্বালা, গাত্র ব্যথা ।

কেন হয় না সবার জানা ?
প্রতিবারে দেখেও শেখ না -
এরপর আর হয় না নেতা !

(২০-০৪-২০২৪)