হই নির্বাক ! দেখে দেখে নেতার খেল -
কারো বুকে পড়লে শক্তিশেল !
ভাবে এ এমন কিছু না -
হয় তো কিছুটা অপচয় হল জীবন-তেল !
নেতা, তিনি পরম প্রিয়দেবতা -
ওঁরাই গুরুব্রহ্ম- সজীব ত্রাণদাতা -
তাঁর চরণে ঠেকাই মাথা ।
ভাগাড় যাত্রার সাথী হয় তো পাব
নেতা ধরেই- উৎরে যাব -
কোন প্রকার না তাঁরে ধুৎকার
আরো করি নেতারে সহস্র নমস্কার ।
নেতা কল্প-বাঞ্ছা-তরু -
তাঁকে পেয়ে, পার পাই জীবনমরু ,
মনের ঘরে পূজি নব নব নেতা -
চিরদিন চলতে থাক তার খেলা -
এমনি জন-মুক্তিকামী দেবতা ।
(২০-০৪-২০২৪)