বাঘে ছুঁলে আঠারো ঘা
পুলিশ ছুঁলে অমাপা তা ,
ডাকাত ছুঁলে ধড়ে না মাথা -
বাকি রইল নেতার কথা-- !!

অকর্ম নেতার সেবা কর্মটা
দেশের বাজাতে বারোটা
চলতি গাড়ীর ব্রেক ফেল ,
কিছু না বলেও কত খাটে জেল !

কলুর বলদ ঘানি টানে
তার কর্মের মর্ম ক’জনে জানে ,
গরীবের দশা জীবনেও তাই ,
দেশে সব আছে, তবু- দেখা -
একমুঠো অন্নের জন্য হাতাপাই ।

নেতা, দেশের ভাগ্যবিধাতা -
তাঁর অপর নাম অন্যদাতা ।

(২৯-০৪-২০২৪)