ক্ষমতায় নেতার দম্ভ সপ্তাকাশ ’পর -
রাখতে চায় না আগে জনতার খবর ,
দিনচর্চা- কর্মকাণ্ড যেন তাঁর -
অনৈতিক খবরে ভরা সমাচার ।
প্রতি কাজে চাই মুনাফার ভাগ -
জনতা বুঝেও হয় না অবাক !
জাদুকরের মোহজালে ফেঁসে -
অতি দুঃখেও জন, খুশীতে হাসে ।
নেতার কিবা দোষ !!
তিনি সততায় করেন উদঘোষ -
বাচনে অসত্য বলে বেড়ান -
যদি সরল আপনভোলা জনতায়
তাতেও কাড়ে পরাণ ,
তরলিত দুঃখ কথা সুরে –
মুগ্ধতা ছড়ান নেতা আপন করে ;
এ যে অভিজ্ঞ মাঞ্জাধরা নেতা -
কার সাহস ?-- মানবে মিথ্যা !
বিশ্বাসী জনমন, মানে নেতাকথা -।
(২১-০৪-২০২৪)