সসম্মানে কিছু বসে, ধর্মাসনে- মাচায়
তারা বিশ্বটারে নিজ মত আঙুলে নাচায় ।
পৃথিবীতে আছে দু’চার জন ধার্মীক ,
তারাই ঠিক করে ধর্মের দিশা-দিক ;
বাকি সব, ধর্মবোধে মূর্খ
আচরণ, অধর্মতে সখ্য ,
এ জন্যই যতো যুদ্ধ- হাঙ্গামা
দু’চার ধার্মিক তবু বলে না, যুদ্ধ থামা ।
তালে তালে, -তলে তলে
ধর্ম গেল ! ধর্ম গেল বলে, ইন্ধন জোগায় অনলে ,
পায় শান্তি , জড়ো হয় হাজার -
ধর্ম-ধর্ম করে বেড়ে ওঠে বাজার ।

সে ধার্মিক শেখায় আমার ধর্ম- শব্দ ডংকা
পুড়িয়ে ভষ্ম করবে লংকা -
আমরা সেরা ! বাকিরা গাধা ,
ধর তারে গলাটিঁপে
ওরা-- মহা হারামজাদা ।

দু’চার ধার্মিক, ধর্মে দেখায় দিক -
অহরহঃ তারা সমাজে ভরছে শিখ ।

(১৫-০৯-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ।
শিখ > শিক্ষা ।