“ফুট ডালো আর রাজ করো”
ইংরেজের গুরু মন্ত্র ,
এর সদব্যবহার করে
একদা সারা বিশ্বে রাজ -
এ বিভেদের রাজনীতি ধরে ।
তাদের বংশজ আমেরিকা ,
এ গুরু মন্ত্রে বিশ্বের মোড়ল সেজে
সব দেশের করে জান-মাল ফাঁকা ।
নিজ স্বদেশের আর্থিক মহত্বে
রমরমা অস্ত্র ব্যবসায় মেতে
আজ কয়েকগুণ ফুলে ফেঁপে তাতে ,
ধরিত্রীর বক্ষ ভরেছে ক্ষতে ।
নিজ ঢাক খুব বাজনার সাজ
সুসভ্য -দিলখোলা ,মানব হিতৈষী -
আসলে স্বার্থ শূন্য- কোন নাই কাজ ,
মানব অহিতের ধর্মটা বেশী ।
মিছরির ছুরি ,স্বাদে মধুর –
কিন্তু কর্ম ! গলাকাটা ক্ষুর ।
(২৭-১০-২০২৪)
ফুট ডালো > বিভেদ ঘটাও ।