জীবন যন্ত্রণায় অতি কষ্টে
অজস্র জীবন অকালে নষ্টে
খুঁজে পাই সভ্যতার আস্তানা ;
উপনীত আজ জ্ঞান গরিমায়
বিমূর্ত যতো সব আশায়
কত না আদর ভরা ভাবনা ।
তবুও জীবনে মাতম- নির্মম দুখ্ !
বর্জিলে প্রস্তরযুগ-সামনে মেলে সুখ ,
জয়ী কিছুটা বিশ্ব সংসার -
ভাইচারায় উর্বর দেখি চারিধার ।

পুনঃ, মাতম যেন ফেরত প্রস্তরযুগ
সভ্য, তবু সত্য জ্ঞানে রই-বিমুখ ,
হে মানব ! দেখ সম্মুখ -
ভাণ্ড ভরা আহার ; মেটে কৈ ভুখ ?
সরস হৃদয়, উষর বন্ধা !
সাধ্য সাধন সবই বিদ্যমান
তবু না- উজ্জ্বলতায় চিত্ত- সম আশমান ।
ভবে,-কবে হবে উদয় ?
সৌভাগ্য দূত
আপন আপন আলয় !

(০৫-১১-২০২৩)
কাব্য, “এই রকমই জীবন !” > কবি, হিয়া রাজা > (০৫-১১-২০২৩) ।
তাঁর জ্ঞানবান কাব্যে মুগ্ধ হয়ে, তাঁর সম্মানে আমার এ কাব্য তাঁকে উৎসর্গ করা হ’ল ।