সর্বদেশে সর্বকালে, কূটনৈতিক চাল ,
ধূর্তশাসক স্বার্থে বিছায় মারণ জাল ;
ধর্ম-রে দেয় উস্কানী -
তার-ই জের টানি ,
জনমাঝে বিভেদ ভরে বেতাল ।
ধর্মের নামে বিষ, ভরতে থাকে অহর্নিশ ,
শাসক সর্বসুখ পেয়ে খায় মধু, কিসমিস ।
তিনি বুদ্ধির ঢেঁকি -
শাসনে ধর্ম হাঁকি ,
পথের দিশা পেতে চান-উত্তম হদিস ।
সবার সাথে চাই সু-হৃদি আলাপ
মনে যদি জঞ্জাল, পাগলের প্রলাপ ,
ধর্মের স্লোগান তুলে -
দুঃখ ভরে মানবকুলে ,
কক্ষনো মেটে না কারো শোক তাপ ।
কিছু মাতে অবুঝ তাড়নায় ,
কম বোঝা, অশিক্ষায়
এ যুগ চলে না এক ধর্ম ভাবনায় ।
দুঃখ ভোগে গোটা বিশ্ব ;
চারিদিকে ঘনায় সে দৃশ্য ।
(২০-০১-২০২৫)